Posts

ক্যাডার চয়েস বুঝেশুনে..বিস্তারিত জানাচ্ছেন ৩৬তম বিসিএস ট্যাক্স (মেধাতালিকায় তৃতীয়) ক্যাডারে কর্মরত মো. জোনায়েদ হোসেন

Image
  ক্যাডার চয়েস বুঝেশুনে অনলাইন ডেস্ক    ২ জানুয়ারি, ২০২১ ০৯:৪৩ | পড়া যাবে ৯ মিনিটে প্রিন্ট মডেল : শাহরুখ ছবি : মোহাম্মদ আসাদ অ-   অ   অ+ ধরুন, একজন প্রার্থী তিনটি ক্যাডার দিয়েছেন—পুলিশ, কর, কাস্টমস অ্যান্ড এক্সাইজ। পরে ফলাফল অনুসারে যখন তাঁর সিরিয়াল এলো ততক্ষণে দেখা গেল উল্লিখিত ক্যাডারের পদ পূরণ হয়ে গেছে। যেগুলো খালি আছে, পছন্দক্রমে সেগুলো বাছাই না করায় তিনি কোনো ক্যাডারই পাবেন না। বুঝেশুনে ক্যাডার চয়েস করলে হয়তো তিনি কোনো একটি ক্যাডার পেয়ে যেতেন! বিস্তারিত জানাচ্ছেন ৩৬তম বিসিএস ট্যাক্স (মেধাতালিকায় তৃতীয়) ক্যাডারে কর্মরত  মো. জোনায়েদ হোসেন বিসিএস পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত, শারীরিক ও অন্যান্য যোগ্যতা পূরণ করতে পারলে আপনি যে বিষয়েই স্নাতক/স্নাতকোত্তর করুন না কেন, সাধারণ ক্যাডার তালিকার সবই পছন্দক্রমে রাখতে পারবেন। কিন্তু প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার তালিকা থেকে কোন কোন ক্যাডার পছন্দ তালিকায় রাখার সুযোগ পাবেন, তা নির্ভর করবে আপনার স্নাতকে পঠিত বিষয়ের ওপর। যেমন—এমবিবিএস/বিডিএস ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা প্রফেশনাল ক্যাডার হিসেবে শুধু স্বাস্থ্য ক্যাডার পছ...

Some Important Math Book Pdf

1.  SSC Higher Math Pdf Link->  https://drive.google.com/file/d/1y4EK2f3hEejZA92NiBQQUALwK1gKbsSw/view 2.উচ্চতর গণিত প্রথম পত্র ( এস ইউ আহাম্মদ ও এম এ জব্বার )- (HSC Higher Math 1st Paper) Link->   https://drive.google.com/file/d/1Y7sSlgqW0ukoinWEpAuzGAjAaeW3eLFt/view
Image
What is the convex hull? The convex hull of a set of points is defined as the smallest convex polygon, that encloses all of the points in the set. Convex means that the polygon has no corn er that is bent inwards. The red edges on the right polygon enclose the corner where the shape is  concave , the opposite of convex. A useful way to think about the convex hull is the rubber band analogy. Suppose the points in the set were nails, sticking out of a flat surface. Imagine now, what would happen if you took a rubber band and stretched it around the nails. Trying to contract back to its original length, the rubber band would enclose the nails, touching the ones that stick out the furthest from the centre.

About Quadrant.

Image
Identify the Quadrant of a Point on the Coordinate Plane:

Complex Analysis

Image
What is complex Number?Do you know it? C omplex Number: A complex number is defined as the ordered pair (x,y)of real numbers. z=(x,y) satisfying the following rules for addition and multiplication. z1+z2=(x1+x2,y1+y2) z1.z2=(x1x2-y1y2,x1y2+y1x2)  

Admin Post

Image
this is me.